
aji jhoro jhoro mukhoro - nabaneeta roychoudhury lyrics
Loading...
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
জানি নে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না ॥
এই চঞ্চল সজল পবন-বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়
মন চায় ওই বলাকার পথখানি নিতে চিনে ॥
মেঘমল্লারে সারা দিনমান ।
বাজে ঝরনার গান ।
মন হারাবার আজি বেলা,
পথ ভুলিবার খেলা– মন চায়
মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে ॥
Random Song Lyrics :
- topic - rocky hound lyrics
- once and for all (live) - parasite inc. lyrics
- clone - lovely light lyrics
- на шее (on the neck) - вилав (viluv) lyrics
- misstag - ant wan lyrics
- 無答案 (nocturne) - 林家謙 (terence lam) lyrics
- only the team - president kiyane lyrics
- keep dreamin' - mary mcguinness lyrics
- guns for hire - league of legends lyrics
- pechincha - a casa mais estranha não tem número lyrics