
keno erokom kichhu holo na - nachiketa chakraborty lyrics
Loading...
কেনো এরকম কিছু হলো না
কেও কাউকেই ছুঁতে পেলো না
সব রাস্তার মাঝে দাড়িয়ে
পথ হারিয়ে
ঘর ছাড়া এরকম
কেনো হলো না
ভীতু খরগোশ মুখ তুলে na
প্রিয় আঙ্গুল আর উল বুনে না
থেমে গেছে সব
উত্তর মিলছে কোথায়
কি লেখা শালিকের ডানায়
কার কোলে রাখবো মাথা
ফিরবো কোথায় তা জানি না
কেনো এরকম ধুলো জমে না
এই কষ্ট গুলো কমে না
চোখ তাকালেই যদি দেখতাম
ঢেকে গেছে সব
বহুতল স্বপ্নের মতো
কে কোন তলায় কে তা জানে
আমার দখলে শুধু
এক শূন্যস্থান এখানে
কেনো এরকম কিছু হলো না
কেউ কাউকেই ছুঁতে পেলো না
সব রাস্তার মাঝে দাড়িয়ে
পথ হারিয়ে
ঘর ছাড়া এরকম
কেনো হলো না
ভীতু খরগোশ মুখ তুলে নেয়
প্রিয় আঙ্গুল আর উল বনে না
থেমে গেছে সব
Random Song Lyrics :
- gargantua - dark sermon lyrics
- bang bang bangity bang - how i met your mother cast lyrics
- daily - arte lyrics
- like rock & roll and radio - ray lamontagne & the pariah dogs lyrics
- heaven and earth (land theme) - heaven and earth/soundtrack version - kitaro lyrics
- facts (dorian_ye version) - dorian_ye lyrics
- à la guerre comme à l'amour - juliette armanet lyrics
- je suis pris dans le piège - suzuya lyrics
- horrendous festering transmutations - epicardiectomy lyrics
- kakumei thunderclap (革命雷鳴) - z. konketsuji lyrics