
choto choto swopner - nachiketa lyrics
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
কখনো আলো-ছায়ার খেলা কখনো শুধুই আঁধার
কখনো আলো-ছায়ার খেলা কখনো শুধুই আঁধার
কোথাও থামে ভেজা সরণি কোথাও ফুলের বাহার
কোথাও চেতনা পাহাড় ভাঙ্গে কোথাও বিপন্ন কৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
কখনো হৃদয় ভাঙ্গার খেলা কখনো সেতু গড়ার
কখনো হৃদয় ভাঙ্গার খেলা কখনো সেতু গড়ার
কখনো নিজ নিকেতনে মন কখনো কখনো সবার
কোথাও চাওয়ার হিসেব মেলে না কোথাও না বিষম তুষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
Random Song Lyrics :
- реквием (requiem)* - zxcshade & soqql lyrics
- forever - 0611 band lyrics
- bad blood - nana, sangah, suyun, yeeun, wooyeon & kei lyrics
- sick - luclover lyrics
- impvsse - komēdza lyrics
- рп сервер (rp server) - supcolly lyrics
- stargazer: - アリス九號. (alice nine) lyrics
- thoughts - asqwerensess lyrics
- vapors | downfalls - travis marks lyrics
- cant handle reject - brodiebased lyrics