
valobashi tomay - nancy feat. arefin rumi lyrics
Loading...
ভালবাসার প্রথম ফুল
ফুটেছে হৃদয়ে আমার
মনটাকে ছুঁয়ে দেখো
বলবে কথা তোমার
যদি ঝড়ও আসে আকাশে বাতাসে
তবু চাই তোমাকে পাশে…
যত তারা জ্বলে রাতে
যত ফুল পৃথিবীতে
তার চেয়ে বেশী
ভালবাসি তোমায়
সাদা মেঘ ভাসে নীলে
কত ঢেউ নদী জলে
তার চেয়ে বেশী
ভালবেসো আমায়
কি করে বলো থাকি
তুমিহীনা এ জীবন
হারালে তোমায়
হবে যে আমার মরণ
যদি ঝড়ও আসে আকাশে বাতাসে
তবু চাই তোমাকে পাশে…
যত তারা জ্বলে রাতে
যত ফুল পৃথিবীতে
তার চেয়ে বেশী
ভালবাসি তোমায়
সাদা মেঘ ভাসে নীলে
কত ঢেউ নদী জলে
তার চেয়ে বেশী
ভালবেসো আমায়
সাগর দেব পাড়ি
ডেকে দেখো তুমি একবার
রোদেলা আকাশ এনে দেব
হারাবে আঁধার
যদি ঝড়ও আসে আকাশে বাতাসে
তবু চাই তোমাকে পাশে…
যত তারা জ্বলে রাতে
যত ফুল পৃথিবীতে
তার চেয়ে বেশী
ভালবাসি তোমায়
সাদা মেঘ ভাসে নীলে
কত ঢেউ নদী জলে
তার চেয়ে বেশী
ভালবেসো আমায় ।।
Random Song Lyrics :
- ragga stylee - anda adam lyrics
- you're not alone - joel baker lyrics
- ain't nobody - monica lyrics
- libre - grëj lyrics
- cuando vuelva a sevilla en primavera - siempre asi lyrics
- ignorance - dre the monarch lyrics
- ketten - crystal-ice lyrics
- take you out tonight (allstar remix) - luther vandross lyrics
- devil's duet (freestyle) - alpha da'god lyrics
- channel flipping - elgin nation lyrics