
hridoye hridoye - nancy lyrics
Loading...
তুমি কেমন করে গান কর হে গুণী,
অবাক হয়ে শুনি, কেবল শুনি।।
তুমি কেমন করে গান কর হে গুণী,
অবাক হয়ে শুনি, কেবল শুনি।।
সুরের আলো ভুবন ফেলে ছেয়ে,
সুরের হাওয়া চলে গগন বেয়ে,
পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে,
বহিয়া যায় সুরের সুরধুনী।
তুমি কেমন করে গান কর হে গুণী,
মনে করি অমনি সুরে গাই,
কণ্ঠে আমার সুর খুঁজে না পাই।
কইতে কী চাই, কইতে কথা বাধে;
হার মেনে যে পরান আমার কাঁদে;
আমায় তুমি ফেলেছ কোন্ ফাঁদে
চৌদিকে মোর সুরের জাল বুনি
তুমি কেমন করে গান কর হে গুণী,
অবাক হয়ে শুনি, কেবল শুনি।।
তুমি কেমন করে গান কর হে গুণী
Random Song Lyrics :
- džordanke i tozla - klijent lyrics
- fight myself - close to fire lyrics
- lines - tj rains lyrics
- stricken - solemn lament lyrics
- kotshy adidas | كوتشي اديداس - muhammed khaled lyrics
- nago - cloud rat lyrics
- acedia - deadgreenbird lyrics
- emans pack - younggleaf lyrics
- not guilty - topher lyrics
- clitóris - lil careca lyrics