
gonojowar - nemesis (bangladesh) lyrics
Loading...
এই দিন, এই রাত
এই রঙিন আঘাত
এই সুখ, এই দুঃখ
কেটে যায় যতটুক
রাঙাবো, রাঙাবো
এই পথ সবার
নাকি শুধু তোমার?
কবে পাবে ছাড়
এই গণজোয়ার?
বাড়াবো, হাত বাড়াবো
এই জিত আমার অধিকার
এই হার তোমার অপচার
গণজোয়ারে হারিয়ে থাকবে
গণজোয়ারে হারিয়ে থাকবে
♪
আমার এই ডাক ছড়িয়ে যাক
মানবে না হার এই গণজোয়ার
দাঁড়াবো, উঠে দাঁড়াবো
আমার স্বপ্ন সাদা*কালো
ওপারে দেখি রঙিন আলো
সব রাঙালো
এই জিত আমার আধিকার
এই হার তোমার অপচার
গণজোয়ারে হারিয়ে থাকবে
গণজোয়ারে হারিয়ে থাকবে
♪
গণতন্ত্র, সবার মন্ত্র
গণতন্ত্র, সবার মন্ত্র
গণতন্ত্র, সবার মন্ত্র
গণতন্ত্র, সবার মন্ত্র
♪
গণজোয়ারে…
গণজোয়ারে…
গণজোয়ারে হারিয়ে থাকবে
গণজোয়ারে হারিয়ে থাকবে
গণজোয়ারে হারিয়ে থাকবে
গণজোয়ারে হারিয়ে থাকবে
Random Song Lyrics :
- скоро дембель (demob is coming soon) - любэ (lyube) lyrics
- bobbleheads - akira the don lyrics
- russell's hypothesis - big xshon lyrics
- hurt - volt vision lyrics
- crying in the dark [demo] - cici ware lyrics
- sea breezes (without orchestra) - mike mcgear lyrics
- copacetic - lifeofthom lyrics
- quickfall - singlethreat lyrics
- богат духовно (rich spiritually) - legenkin lyrics
- солнце лето жара - 1weekk, waitmydeath lyrics