
kobe - nemesis (bangladesh) lyrics
Loading...
কতো কথা ঝরে ছিলো এই পথে
তবে এতো কথা দিয়ে কি হবে?
যদি নাই দেখি এই পথ চলে
যদি নাই থাকি তোমারই হয়ে
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
আমি ফিরে দেখি ভাঙ্গা আয়নাতে
এই শেষ রাতের গল্পগুলোকে
মনেরই বন্ধ জানালাতে
কথাগুলো আজও হারিয়ে
তবে তোমার কথা শুনে
কতটা পথ দেখবো ঘুরে!
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে…?
কল্পনা আজ পেছনে ফিরে রয়
অন্ধ ভুবনে
কথাগুলো আজ জড়িয়ে একসাথে
অন্য কারও সুরে
♪
কবে এই কথা…?
কবে…?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে…?
♪
কবে এই কথা?
Random Song Lyrics :
- é contigo - mr. carly lyrics
- hopes up - ufo race lyrics
- wym freestyle - nickimusic lyrics
- hidden - robert haynes iii lyrics
- grave fly - lilac boy lyrics
- mogu lako da pogriješim - kemal malovčić lyrics
- calumet - kvrter lyrics
- ohana - hardlyaway lyrics
- innocence (love to infinity 7″ remix) - the other two lyrics
- dilema - mahrina & ermina lyrics