
dour - nemesis (bgd) lyrics
Loading...
[verse 1]
চারিপাশে গোলাগুলি
তোমায় একটা কথা বলি
আমায় মনে রেখো না
আমার কথা ভেবো না
মনে রাখলে ব্যথা যাবে বেড়ে
তোমার আঘাতে আমি যাবো হেরে
ছুটে যাও তুমি অন্য কোথাও
[chorus]
কিছু না ভেবে দাও দৌড়!
দাও, দাও, দাও দৌড়!
[verse 2]
আমার সামনে অমঙ্গলের ছাপ
আমার পিছনে তুমি এক নিষ্পাপ
মাঝে আছি আমি প্রতিবাদী
[chorus]
তাই কিছু না ভেবে দাও দৌড়!
দাও, দাও, দাও দৌড়!
[instrumental break]
[chorus]
দাও দৌড়!
দাও, দাও, দাও দৌড়!
[outro]
চারিপাশে গোলাগুলি
চারিপাশে গোলাগুলি
চারিপাশে গোলাগুলি
Random Song Lyrics :
- iluminame - orek stylo lyrics
- с ума сойду (i'm going crazy) - sonixxx lyrics
- дождь (rain) - коммунизм (communism) lyrics
- perfil bajo* - lolo morales lyrics
- kriss mag - jssr lyrics
- 2007 - eastchezni lyrics
- no santa - money jack lyrics
- hooray! - natedady lyrics
- cold shoulder - trassh vampire lyrics
- limit - timmythetxe lyrics