egiye nao - nemesis (bgd) lyrics
Loading...
রঙ্গিন ধুলোর খেলাতে
আমার স্বপ্ন সব রয়েছে
তারাদের হাসি দেখে
মনে পরে তোমাকে
ছড়িয়ে দাও অন্ধকারে আলো
এগিয়ে নাও
ছড়িয়ে দাও অন্ধকারে আলো
এগিয়ে নাও
চার দেয়ালের মাঝে
আমার স্বপ্ন আমার হাতে
মেঘের গান এরই ভিড়ে
চেয়ে দেখি তোমাকে
ছড়িয়ে দাও অন্ধকারে আলো
এগিয়ে নাও
ভুলে যাও হারানো কথাগুলো
এগিয়ে নাও
আমার স্বপ্নগুলো
তুমি কি কখনো ভুলো
তোমারই প্রতিদিনের খেলাতে
সবকিছু পাব খুঁজে
ছড়িয়ে দাও অন্ধকারে আলো
এগিয়ে নাও পিছিয়ে থাকা কেন
ভুলে যাও হারানো কথাগুলো
ছড়িয়ে দাও অন্ধকারে আলো
Random Song Lyrics :
- decisions - big xshon lyrics
- me her and you - poiison feat cash cobain lyrics
- i can’t sleep - jana madriaga lyrics
- pretty pretty pretty girl - aila (아일라) (kor) lyrics
- nu pot să - cozma lyrics
- унисон (unison) - armich lyrics
- in the blasted california sun - original broadway cast of lempicka lyrics
- good morning world - romix lyrics
- soul circus / chupacabra outro - jasonmartin & dj quik lyrics
- memoria de los ausentes - celtas cortos lyrics