
ghour - nemesis (bgd) lyrics
Loading...
[verse 1]
চলো উড়ে যাই
জানি তুমি আছো অপেক্ষায়
যাবে কোথায়?
মহাকাশের সীমানায়
রাতের তারায়
লুকিয়ে থাকবো দু’জনে
ঘুরে বেড়াই
[chorus]
আমাদের ঘোর যেন না কাটে
না কাটে, এই ঘোর যেন না কাটে
না কাটে, এই ঘোর যেন না কাটে
[verse 2]
জানি ফিরে যেতে হবে অবশেষে
বাস্তবতার এই ভিড়ে
কোনো মন্ত্র পরে অদৃশ্য হয়ে
যদি পারি থাকি লুকিয়ে
লুকিয়ে কেও যেন না খোঁজে
সময়ের হাত ধরে যাই ছুটে
[chorus]
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
[bridge]
চলো পেরিয়ে সবকিছু রেখে মহাকাশে এই ঘোরে
[chorus]
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
Random Song Lyrics :
- väliaikast - stafa lyrics
- non-fiction - динайс (dinice) lyrics
- andalucia plays - slowdive lyrics
- luzeru - jadranka barjaktarović lyrics
- no more needles - candidate (emo) lyrics
- fence with you - andré gaël lyrics
- amor a medias - el plan lyrics
- the world is ending - tia mack lyrics
- skates - g-mo skee lyrics
- safe of sin - yasoe lyrics