lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

oboshobash - nemesis (bgd) lyrics

Loading...

পেছনে সরে দাঁড়াও
চোখ বন্ধ করে তাকাও
দেহের মাঝে অবশ হয়ে ছায়া
শুকনো পাতারি মায়া

মোরা মিথ্যের জলে ডুবি
তাই সত্যের হাত ধরি

সেই ডাকে অন্ধ হয়ে রবে
হারানোর পথে ভেঙ্গে পরে
পরে থাকে রঙেরই তুলি
আঁধার কালো এক অনুভূতি

মোরা মিথ্যের জলে ডুবি
তাই সত্যের হাত ধরি

চেয়ে থাকে তারা
খোলা এক সত্যের দরজায়
ফেলে আসে যারা
তাদের অর্থহীন কবিতায়
গল্পে কি লেখা
তা মোরা জানতে পাব কি
অন্ধেরী দৃষ্টি দিয়ে
মোরা সত্য খুঁজি

শূন্য পরে রয় জানালায়
অবশ চোখেতে ক্লান্তি ঝরা দিন
দেয়াল ঘিরে রয়
দৃষ্টি আমার
তাই সত্যের হাত ধরি

Random Song Lyrics :

Popular

Loading...