
abar dekha hobe - nemesis lyrics
Loading...
বোঝে কে তোমায়?
আছে কে কোথায়?
তারই এক কথায়
থাকবো কল্পনায়…
কি ভেবে চলে গেলে?
কার ইশারায় কোথায়?
দেখা হবে কি?
দেখা হবে কি?
দেখা হবে কি?
আবার?
তোমার ডাক শুনে
সূর্য জেগে ওঠে
তোমার হাসিতে
চাদঁ যায় লুকিয়ে…
কি ভেবে চলে গেলে?
কার ইশারায় কোথায়?
দেখা হবে কি?
দেখা হবে কি?
দেখা হবে কি?
আবার?
তুমি কি এক তারা হয়ে
আছো এক কোণে?
নিচে দেখো তাকিয়ে
আমারা কতজনে,
উড়ে বেড়াও…
ঘুরে বেড়াও…
উড়ে বেড়াও…
তোমার কল্পনায়…
দেখা হবে কি?
দেখা হবে কি?
দেখা হবে কি?
দেখা হবে কি?
দেখা হবে কি?
দেখা হবে কি?
আবার?
Random Song Lyrics :
- dizaster's battle rap catalog - dizaster lyrics
- ganz allein - montreal lyrics
- dead - venjent lyrics
- speed of sound - y3low lyrics
- online - lyncs lyrics
- maybe, that's the way it should be - kayla elise lyrics
- the crash - jordana bryant lyrics
- on my own - yungmischief lyrics
- time is up 2.0 - sweet california lyrics
- as aventuras de tintim - elkay lyrics