
bangali maacher jhol (from "maacher jhol") - nikhita gandhi feat. anupam roy lyrics
পেটের চিন্তায় কাটছে বার মাস
বোরিং জীবন মজার অক্টোপাস
সেই মজায় আমিও আছি
সুযোগ এলো
সুযোগ আসছে ওই
সবাই চাইছে কিন্তু পাচ্ছে কই?
তাই কেমন চুপসে আছে
কলা পাতা দিয়ে রেখে ঢেকে চল না
রেসিপিতে বেশি কিছু পাওয়া গেল না
নুনে আর হলুদে মিশে স্বাদ আরও বাড়ে কিসে
দূর ছাই
আমি কি পাড়ব বানাতে?
বাঙ্গালি মাছের ঝোল
বাঙ্গালি বাঙ্গালি
বাঙ্গালি মাছের ঝোল
বাঙ্গালি বাঙ্গালি
যা বানাচ্ছি মনে হচ্ছে ননসেন্স
তলানিতে ঠেকেছে কনফিডেন্স
তাও কড়াই ভরছি তেলে
আসল রান্নার পদ্ধতিটা কি?
মনের কথা বলার চালাকি
নিজেকে দেব ঢেলে
কলা পাতা দিয়ে রেখে ঢেকে চল না
রেসিপিতে বেশি কিছু পাওয়া গেল না
নুনে আর হলুদে মিশে স্বাদ আরও বাড়ে কিসে
দূর ছাই
আমি কি পাড়ব বানাতে?
বাঙ্গালি মাছের ঝোল
বাঙ্গালি বাঙ্গালি
বাঙ্গালি মাছের ঝোল
বাঙ্গালি বাঙ্গালি
বাঙ্গালি মাছের ঝোল
বাঙ্গালি বাঙ্গালি
বাঙ্গালি মাছের ঝোল
বাঙ্গালি বাঙ্গালি
Random Song Lyrics :
- what you love - jerreau lyrics
- paz terrível - gótia lyrics
- pink shoes - ella galvin lyrics
- dark man - diabolique lyrics
- anoche - krist on the beat & kevin roldan lyrics
- head & heart (vip mix) - joel corry lyrics
- cut my losses - alejandro lyrics
- journey to the devil - varn (edm) lyrics
- rägs remix [premium track] - haranczykov lyrics
- plaga - hijos de algo lyrics