
father figure - nishash lyrics
[chorus]
we don’t look back
দেওয়ালেই পিঠ ঠেকে গিয়েছিলো
দেওয়াল বললো push back
একটা howl মাঝরাতে আর scene হয়ে যায় খুব bad
তোর b*tch হলো সার্বজনীন পুরো std booth, দ্যাখ
আয়নাটা নিয়ে মুখের সামনে ধান্দাবাজের মুখ দ্যাখ
essential আমি পুরো যেন পান্তা ভাতের নুন, দ্যাখ
চুপ করে যা rum টা কাঁচের গ্লাসে ঢাল আর
ঠান্ডা হাতের খুন দ্যাখ
এক ডাকে আসে পুরো wolfpack
এবার দ্যাখ বাবু কাকে বলি দেওয়া বলে
আমরা don’t really look back
তোর বাবার ছবিতে অভিনন্দন
ফুল*মালা, দুটো ধূপ, ব্যাস!
label গড়ে দিয়ে label নামাই
তোদের levels গুলো বাঁড়া খুব wack!
[verse 1]
তোর মতো নীচে নামিনি তাই রে
যমুনার flow যামিনী side*এ
crew মেরে গেছি থামিনি fight*এ
scene তাও সালা কাহিনী চাইছে
কাহিনী হচ্ছে supply চলে হাতিবাগান থেকে চোরবাজার
কাহিনী হচ্ছে আমরা শুরুতে father figure হই তোর বাবার
বক্সী সত্যি বলছে কারণ, বক্সী সত্যির অবতার
আর সততার সাত রঙ এখানে মিথ্যে বলবি কত আর?
ছাড় গতকাল কত কত খার তোর মেটাতে পারলি কতটা?
যতটা ক্ষত, দাগ ছিলো অতটা ঘটেনি মিথ্যে বললি অযথা
ছাড় যতবার যত প্রার্থনা মারে জন্ম নিয়েছি ততবার
আমি শতকাল শত শত বার দেখা কাল*ভৈরব হবো কাল
[verse 2]
প্রথম বন্ধু ছুরি মারলেই
মিথ্যে বলবে দ্বিতীয় লোকটা
আমার ত্রিশূলে ধার খুব আর
খোলা রাখি আমি তৃতীয় চোখটা
third person backstabber
তবে ও তোর কোনো তৃতীয় লোক না
সাহেব, গোলাম, হাতে রেখে দেখি
রাত শেষে বাড়া বিবিও চোদনা
আমাদের বলে শহর চলে বাল set এর উপরেই set বসাই
মফঃস্বলে থেকে বড়ো হয়ে আজ বাংলায় একা ঠেক বসাই
তোর n*word গুলো ভিকারী রে বাবু
শুরু থেকে এসে দেখছি কেস
a.c flat*এ থেকে পেটো ছোর বাঁড়া
street গুলো নয় f.p.s
দ্যাখ বাড়া neel see bhai, চল body গুলো ফেলে দিই ভাই
আমি জজ্ঞ করছি ঘি চাই কিছু spill কর এটা tea time
আমরা নতুন waves আনি scene *এ কোলকাতা হয় sea side
সেই wave টাকে তোরা ride করে বড় কেউটেটা হয়েছিস right?
তোরা সত্যি বল, এটা কাঠগড়া
তোদের শক্তি নেই, তোরা আধমরা
উপলব্ধি করেছি খিদে টা কে
তাই কব্জি ডুবিয়ে খাই, বাঁড়া
[chorus]
আটকাতে পারবি না চাকদাতে
চাকদা টা জঙ্গল চাকদাতে মাঝরাতে ঘোড়া চলে
মাঝ ভোরে বাঘ ডাকে কেউ পাশে লাশটাকে
side করে দিয়ে বাড়া শাক দিয়ে মাছ ঢাকে
তার ফাঁকে তোর মতো lame ছেলে মার খাবে
আর তাতে হাততালি দেবে লোকে রাস্তাতে
খালপারে ছেলেপেলে জাল পেতে খাল কাটে
আল্হাদে hope বাঁড়া পাশে বসে মাল কাটে
গোটা crew তোর বাঁড়া beef*এ হেরে কান কাটে
জান্নাতে পাঠালাম কাল রাতে মালটাকে
nishash রেধে দিলে boneless মাংসটা
ভালো লাগে কামরাতে
আব্বা কে মনে রাখ
father figure লাগি বাবার তোর
তোর বাবার প্লেটে রাখি আহার তোর
এরা বাবার পকেট কাটা ডাকাত চোর
neel (whats up!) সোজা বাজার ঢোক
আজকে murder goat হবে পাঠার ঝোল
সালা হিসেব বাকি আছে খাতার শোন
তোর মাচার শো করে টাকার জোর দেখে
হাসার সময় নেই মাদারচোদ!
[outro]
তো ল্যাওড়া মনে রাখবি কার সাথে এসে কথা বলছিস
ঘরে ঢুকবি আগে পায়ে প্রণাম করবি
তারপর মাথা তুলে উপরের দিকে তাকাবি
আর ভাববি যে মাথার উপরে কে আছে
ঠিক আছে? বাঞ্চোদ!
Random Song Lyrics :
- 月明かりの下でダンス (tsukiakari no shita de dance) (remix) - ken the 390 lyrics
- ohne dich - eren51 lyrics
- mjc showcase (interlude) - gbg, mortoxon & pim'sama lyrics
- astro - bishop one lyrics
- i'm single, who wants me? - chunkysdead lyrics
- sans fin - gbg, mortoxon & pim'sama lyrics
- this ain't love - zion foster lyrics
- 恋の確率変動 (koi no kakuritsu hendou) - mihimaru gt lyrics
- where the jasmine bloom - aj odneal lyrics
- no booth cypher - mzee cubist lyrics