
bakshobondi - oblique lyrics
Loading...
হেঁটে গেছি কত বার আমি ভুল পথে
না বুঝেই গন্তব্যের খুব কাছে
ফিরে চেয়ে যখনই দেখি অসহায় সময়
ফিকে হয়ে গেছে আঙ্গুলের ভাঁজে
বাক্সবন্দী করে রাখছি যতনে
প্রতিটি মুহূর্ত ঘটছে যখন
আমার ভাষা বুঝতে শিখবি তুই যেদিন
দু’জন মিলেই দেখবো
প্রতিদিন আঙ্গুল মুঠোয় করে আমায়
নিয়ে নিচ্ছিস ভেতর
আমার ব্যস্ত সময়টুকু তোর
কল্পনায় বিভোর
প্রতিদিন আঙ্গুল মুঠোয় করে আমায়
নিয়ে নিচ্ছিস ভেতর
আমার ব্যস্ত সময়টুকু তোর
কল্পনায় বিভোর
বাক্সবন্দী করে রাখছি যতনে
প্রতিটি মুহূর্ত ঘটছে যখন
আমার ভাষা বুঝতে শিখবি তুই যেদিন
দু’জন মিলেই দেখবো
বাক্সবন্দী করে রাখেছি যতনে
প্রতিটি মুহূর্ত ঘটছে যখন
আমার ভাষা বুঝতে শিখবি তুই যেদিন
দু’জন মিলেই দেখবো
Random Song Lyrics :
- интро - cxrry lyrics
- blonde chaya - amaru & gringo bamba lyrics
- drillaan - oia lyrics
- access/agency - daisy (uk) lyrics
- lifeline - the maranatha! singers lyrics
- 希肪 (kibou) - びっくえんじぇる (bigangel) lyrics
- electrick dreams - lolene lyrics
- made in albania - leaderbrain lyrics
- insomnia - young the giant lyrics
- cheer up emo kid - 2worth lyrics