
bicchinno - oblique lyrics
পড়ে ফেলা গল্প, পুরোনো খবর
এলোমেলো চুল, ঘুমভাঙা ঘোর
পড়ে ফেলা গল্প, পুরোনো খবর
এলোমেলো চুল, ঘুমভাঙা ঘোর
একঘেয়েমি ধোঁয়ার সাথে উড়িয়ে দিচ্ছি
অবসন্ন আমি সকাল থেকেই একই গান শুনছি
যা ছিলো ভোলার, মনে রাখার
চোখের ভারী পর্দার ফাঁকে গুঁজে রাখি
বিচ্ছিন্ন খেয়াল
আমার তেপান্তরের মাঠ পেরোনো বাকি
চোখ মেলে দেখছি এই অবেলায়
দালানের মাঝে আটকে থাকা সুখ
মিছিলের শব্দ ভেসে আসে
দেখি আমার মতো থমকে থাকা মুখ
একঘেয়েমি ধোঁয়ার সাথে উড়িয়ে দিচ্ছি
অবসন্ন আমি সকাল থেকেই একই গান শুনছি
আমি ফিরে দেখেছিলাম তোমাকে
আমি ফিরে দেখেছিলাম সময়
আমি ফিরে দেখেছিলাম ভালোবাসা
আমি ফিরে দেখেছিলাম তোমায়
যা ছিলো ভোলার, মনে রাখার
চোখের ভারী পর্দার ফাঁকে গুঁজে রাখি
বিচ্ছিন্ন খেয়াল
আমার তেপান্তরের মাঠ পেরোনো বাকি
যা ছিলো ভোলার, মনে রাখার
চোখের ভারী পর্দার ফাঁকে গুঁজে রাখি
বিচ্ছিন্ন খেয়াল
আমার তেপান্তরের মাঠ পেরোনো বাকি
Random Song Lyrics :
- not my problem ... - kay nive$ lyrics
- revenge - mblue & l3ss & akacia lyrics
- written me - (g)i-dle fanmade songs lyrics
- phantom returns, act 1 - overture (italian version) - grant kirkhope lyrics
- quella sbagliata - matteo bocelli lyrics
- can you imagine - tuesday's child lyrics
- drag race - reggie couz lyrics
- faltered - adelyn lyrics
- come into my jungle - screen 3 lyrics
- fta 2 - reef (usa) lyrics