
ojothai - oblique lyrics
Loading...
অনেক দূরে তোকে ছেড়ে
অচেনা মানুষের ভিড়ে
কোনো এক নতুন শহরে
প্রতিদিন তোর কথা ভাবি
মনে এখনও তোর ছবি
একলা জানালাতে চাঁদের আলোয়
তোর চুলে কি এখনও মাতাল হাওয়া খেলে?
তোর মুখে কি এখনও জাগে হাসি ক্ষণে ক্ষণে?
তুই কি এখনও ভিজিস বৃষ্টিতে?
কখনও কি আমায় ভাবিস তুই আনমনে?
কখনও বুঝিনি, কখনও ভাবিনি
হারিয়ে গেলি তুই কোথায়, কখন
কখনও বুঝিনি, কখনও ভাবিনি
হারিয়ে গেলি তুই কোথায়, কখন
প্রতিদিন তোর কথা ভাবি
মনে এখনও তোর ছবি
একলা জানালাতে চাঁদের আলোয়
তোর চুলে কি এখনও মাতাল হাওয়া খেলে?
তোর মুখে কি এখনও জাগে হাসি ক্ষণে ক্ষণে?
তুই কি এখনও ভিজিস বৃষ্টিতে?
কখনও কি আমায় ভাবিস তুই আনমনে?
আনমনে…
তোর মুখে কি এখনও জাগে হাসি ক্ষণে ক্ষণে?
কখনও কি আমায় ভাবিস তুই আনমনে?
Random Song Lyrics :
- minha geração - azagaia lyrics
- i am designer cadet - no style lyrics
- allumer - la synesia lyrics
- adoublezi - azzi memo lyrics
- another stupid song* - billie eilish lyrics
- à deux pas - alpha wann lyrics
- do you believe in? - sleep state lyrics
- tell me - barachi lyrics
- the best of me - shelby merry lyrics
- sound the alarm - chris brown lyrics