
stobdho (live) - oblique lyrics
Loading...
তোমার চোখে আকাশ দেখে
উড়তে ভীষণ ভয় করে
জানি না সময় মতো
নেমে আসতে পারবো কি
তুমি শত অভয় দিলেও
গান করতে ভীষণ ভয় করে
জানি না ভুল করে ফেললে
ঠিক করতে পারবো কি
কুয়াশা রাতে আমি
চুপচাপ গাছের শেকড়
শুকনো পাতার ফাঁকে
পুরোনো অলস পাথর
কুয়াশা রাতে আমি
চুপচাপ গাছের শেকড়
শুকনো পাতার ফাঁকে
পুরোনো অলস পাথর
আমার অবাধ স্বাধীনতা
তবু স্বেচ্ছাচারী নই আমি
নিজের নিয়মে বন্দী জীবন
নিয়ন আলোর মলিনতা
আর বিজ্ঞাপনের আদিখ্যেতা
অচেনা মুখগুলো বেশি আপন
সভ্যতার মুখোশে
স্বার্থের আপোষে
আড়াল করা প্রণয়ে
ব্যস্ততার অভিনয়ে
সরলরেখা আমি
তোমারই সমান্তরাল
ভঙ্গুর প্রাচীর ঘেরা
শ্যাওলা পড়া দালান
কুয়াশা রাতে আমি
চুপচাপ গাছের শেকড়
শুকনো পাতার ফাঁকে
পুরোনো অলস পাথর
কুয়াশা রাতে আমি
চুপচাপ গাছের শেকড়
শুকনো পাতার ফাঁকে
পুরোনো অলস পাথর
Random Song Lyrics :
- creator (hometown version) - phil wickham lyrics
- manifest religion. - kedzer lyrics
- go slow - mariella lyrics
- non dimenticherò mai - glasond & hammon lyrics
- ghosts on parade - feeder lyrics
- wouldnt mind - trille lyrics
- diddy's party - remtrex lyrics
- cono calvo - emaj hasaal lyrics
- viidakonlaki/wickr boomaa - aladiin lyrics
- djonsinho cabral - dino d’santiago lyrics