
shoishob - obosesh lyrics
Loading...
অচেনা ভোরে অদেখা চোখে
জন্ম আমার এই শহরে
জানালার পাশে বসে আমি একা
সময় হলো চল তোরা
তবু ইচ্ছে করে যাদুর ঘোরে
ফিরে যাই সেই কৈশোরে
ফিরিয়ে দে ফিরিয়ে দে
আমার রঙ্গিন শৈশব
ফিরিয়ে দে.. ফিরিয়ে দে
আমার চেনা শৈশব
ফিরিয়ে দে
থমকে দাঁড়ানো মুহূর্ত
ডাকছে আমায় পিছু
ভবিষ্যতের কাছে আমি
করছি মাথা নিচু
হারিয়ে গেছে সেই শৈশব
জীবনস্মৃতির গানে
ক্রিকেট,ফুটবল,কানামাছি
সুখ আনতো প্রানে
এখনো একা বসে ভাবি
এই স্মৃতি কোথায় রাখি
ফিরিয়ে দে ফিরিয়ে দে
আমার রঙ্গিন শৈশব
ফিরিয়ে দে ফিরিয়ে দে
আমার চেনা শৈশব
ফিরিয়ে দে
সময়ের আবর্তনে
হারিয়েছি কত স্মৃতি
অবেগ জড়ানো পুরোনো খেলা
স্মৃতিঘেরা ছোটবেলা
যেতে চাই যান্ত্রিকতা ছেড়ে
বাবা মায়ের স্নেহতলে
এই জীবন যুদ্ধ শেষে
সে পুরোনো শৈশবে
ফিরিয়ে দে ফিরিয়ে দে
আমার রঙ্গিন শৈশব
ফিরিয়ে দে ফিরিয়ে দে
আমার চেনা শৈশব
ফিরিয়ে দে, ফিরিয়ে দে
Random Song Lyrics :
- nostalgia vision - pavonine lyrics
- move on - blowfuse lyrics
- герой нашего времени (the hero of our time) - young vkid lyrics
- bo bee gee - malachi crunch lyrics
- 7ala mala - zeta cooper lyrics
- bikini flouz - y3at-b0b lyrics
- glass jaw - wesley willis lyrics
- ma hu ose la - מה הוא עושה לה - gidi gov - גידי גוב lyrics
- в этом клубе* (snippet 31/12/2023 3rd) - og buda lyrics
- andando de z1000 - mc menor da vg lyrics