
maa - obscure lyrics
সবারজীবন বাস্ততাম্য আমার জীবন মরুভূমি
কেউতো আসে না কথাও বলেনা
একা বসে দিন গুনি
নিঁদ যায় আসে তোরা প্রবাসে
শ্যামাই জর্দাদানি শুন্য আসন
ভুভু করে মন
একা শুধু আমি কাঁদি
শুধু দোয়া করি খোদারই কাছে
মুছেফেলি কান্না রহম ঝরুক তদেরই
মাথায় আমি যে তদের মা…
মনে আছে তর সেই ঈদ ভোর
বাবার হাতটি ধরে
প্রথম নামাজ পরেছিলি তুই
ঈদ-গার চাঁদরে
নতুন পাজামা কোর্তা টুপিতে
দারুন মানিয়েছিল
ফের মুঠি খুলে দেখি এ সালামি
বলেছিলি ওরা দিল
আমি হেঁসে মরি শুধু দোয়া করি
এই খুশী থাকনা
রহম ঝরুক তদেরই
মাথায় আমি যে তদের মা…
কবে বড় হবে বাবার ভয়ে
গুটিয়ে এই জেলতুলি
বলেছিলি মা গও তুমি বল না গো
বাবাকে খুলা-খলি
paris এ আমার যাওয়া দরকার
পেতে শিল্পের দাম
তর মুখ চেয়ে আমি মাথা খেয়ে
বাবাকে বলাম
বিদেশে অনেক জস হল তর
বউ এলো সালমা
রহম ঝরুক তদেরই
মাথায় আমি যে তদের মা…
ভরা সুটকেস হাতে একদিন রাতে
বলেছিলি চলে যাব
এ দেশের থেকে সেদেশে অনেক সুযোগ-সুবিধা পাব
বউ ছেলে নিয়ে তর যাওয়া দেখে বাবা তর
চলে গেল
তুই কি জানিস কবরে শান্তি
কতটা সে পেয়েছিলো
আজকে আমার কেউ নেই আর
আছে শুধু কান্না…
রহম ঝরুক তদেরই
মাথায় আমি যে তদের মা…
সবারজীবন বাস্ততাম্য আমার জীবন মরুভূমি
কেউতো আসে না কথাও বলেনা
একা বসে দিন গুনি
নিঁদ যায় আসে তোরা প্রবাসে
শ্যামাই জর্দাদানি শুন্য আসন
ভুভু করে মন
একা শুধু আমি কাঁদি
শুধু দোয়া করি খোদারই কাছে
মুছেফেলি কান্না রহম ঝরুক তদেরই
মাথায় আমি যে তদের মা…
শুধু দোয়া করি খোদারই কাছে
মুছেফেলি কান্না রহম ঝরুক তদেরই
মাথায় আমি যে তদের মা…
শুধু দোয়া করি খোদারই কাছে
মুছেফেলি কান্না রহম ঝরুক তদেরই
মাথায়…
Random Song Lyrics :
- نور على نور (nour ala nour) - maher zain lyrics
- side a (interlude) - yung sylveon lyrics
- around me - rocko ballin lyrics
- our time will come again - lost messages lyrics
- douceur - hillywav lyrics
- wap (my fav songs 2022 version) - cardi b & megan thee stallion lyrics
- the devil died inside - corrow lyrics
- shine (on your heart) - brian joo lyrics
- no security - future lyrics
- 2step (australian remix) - ed sheeran lyrics