
ochinpure - obscure lyrics
Loading...
বৃষ্টি পরে মনের ভিতর
একফালি চাঁদ মেঘে ঢাকা
বৃষ্টি পরে চাঁদটা ছুঁয়ে
মেঘের ফাকে আকবাকা
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে…
আকাশ ডাকা মেঘের সুরে
তোমায় পেতে ইচ্ছে করে
অচিনপুরে আজকে যাব
বৃষ্টিকণায় তোমায় পাব
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে…
বৃষ্টি মাঘে ভিজে ভিজে
সেই যে এলে একাই নিজে
একফালি চাঁদ মেঘের ফাকে
ভাবছে এমন প্রেম ও থাকে
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে…
বৃষ্টি পরে মনের ভিতর
একফালি চাঁদ মেঘে ঢাকা
বৃষ্টি পরে চাঁদটা ছুঁয়ে
মেঘের ফাকে আকবাকা
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে…
Random Song Lyrics :
- the places we called ours - derek rinsema lyrics
- quick fast - penomeco (페노메코) lyrics
- lisenin son cuması - boramess lyrics
- power in the blood [live] - gaither lyrics
- non relatable - wifisfuneral lyrics
- dirty candy - o-thirteen lyrics
- back to basics - aitch lyrics
- vestiges - sventx lyrics
- hoodie - young thug lyrics
- viciado em mentir (speed) - ariah lyrics