
jogot moncho - odd signature lyrics
[verse 1]
আবেগ, ফুটে ওঠে যবে দেখি তার সেই ঘর
বেড়াজালের মাঝে
মাঝে শুয়ে সে কাটাচ্ছে প্রহর
আবেগ, ফুটে ওঠে যবে দেখি তার সেই ঘর
বেড়াজালের মাঝে
মাঝে শুয়ে সে কাটাচ্ছে প্রহর
[pre chorus]
কেন জানি কাঁদছি না তবু চোখ বেয়ে পড়ে পানি
আমি জানি, চোখ দু’টো আজ হচ্ছে অভিমানি
[chorus]
এই জগৎ এক মঞ্চ, যেথা আমরা প্রতিনিয়ত করি নাটক
তার মাঝে বেঁচে থাকা
ঈশ্বর হয় নাটকের সঞ্চালক
এই জগৎ এক মঞ্চ, যেথা আমরা প্রতিনিয়ত করি নাটক
তার মাঝে বেঁচে থাকা
ঈশ্বর হয় নাটকের সঞ্চালক
[instrumental]
[verse 2]
নিঃস্তব্ধ, নেই শব্দ, ঝিঁঝিঁপোকারা গায়
সব কালো, সেথা নেই আলো তার ছোট্ট ঘরখানায়
নিঃস্তব্ধ, নেই শব্দ, ঝিঁঝিঁপোকারা গায়
সব কালো, সেথা নেই আলো তার ছোট্ট ঘরখানায়
[pre chorus]
কেন জানি কাঁদছি না তবু চোখ বেয়ে পড়ে পানি
আমি জানি, চোখ দু’টো আজ হচ্ছে অভিমানি
[chorus]
এই জগৎ এক মঞ্চ, যেথা আমরা প্রতিনিয়ত করি নাটক
তার মাঝে বেঁচে থাকা
ঈশ্বর হয় নাটকের সঞ্চালক
এই জগৎ এক মঞ্চ, যেথা আমরা প্রতিনিয়ত করি নাটক
তার মাঝে বেঁচে থাকা
ঈশ্বর হয় নাটকের সঞ্চালক
[instrumental]
[chorus]
এই জগৎ এক মঞ্চ, যেথা আমরা প্রতিনিয়ত করি নাটক
তার মাঝে বেঁচে থাকা
ঈশ্বর হয় নাটকের সঞ্চালক
এই জগৎ এক মঞ্চ, যেথা আমরা প্রতিনিয়ত করি নাটক
তার মাঝে বেঁচে থাকা
ঈশ্বর হয় নাটকের সঞ্চালক
এই জগৎ এক মঞ্চ, যেথা আমরা প্রতিনিয়ত করি নাটক
Random Song Lyrics :
- submarine symphonika - the submarines lyrics
- é natural - pura inocência lyrics
- le cittá - run4unity lyrics
- luz do sol - nosso tom lyrics
- te alcançar - daniela araújo lyrics
- c'alma - tak kardia lyrics
- a coitadinha - eduardo dusek lyrics
- sanfoneiro pachola - os bertussi lyrics
- simplesmente vaso - noemi nonato lyrics
- guarania chora - berenice azambuja lyrics