
biday - old brigade lyrics
[verse 1]
যা দেখার ছিলো, দেখোনি
যা বলার ছিলো, বোঝোনি
চাপা অভিমান আর তপ্ত ক্ষোভে
সংশয় আর সঙ্গোপনে
জানাই তোমায় বিদায়
[chorus]
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
[verse 2]
যা শোনার ছিলো, শোনোনি
যা বোঝার ছিলো, বোঝোনি
স্থির মন আর দৃঢ় চিত্তে
ম্লান হৃদয় উপেক্ষা করে
জানাই তোমায় বিদায়
[chorus]
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
[bridge]
চার দেয়াল জুড়ে নির্বাক হৃদয়
চমকে উঠে অস্থিরতায়
শীতল কালো স্বপ্নগুলো
ভেসে বেড়ায় নীরবতায়
[chorus]
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
যেতে দিতে হয়
Random Song Lyrics :
- africa - big red lyrics
- viņa pastarā diena - autobuss debesīs lyrics
- god-shaped hole (2010) - plumb lyrics
- burn the flames - wednesday 13 lyrics
- lost you anyway (album version) - toby keith lyrics
- boy at the window - the coral lyrics
- el chico del ukelele - la canción del libro - david rees lyrics
- fakers plague - while she sleeps lyrics
- tudo de novo - banda calypso lyrics
- beifahrer der belanglosigkeit - wortfront lyrics