
ebhabei kete jay - omer j music lyrics
Loading...
ভালোবাসি বললে যদি হয়ে যায় ক্ষতি
তুমি হিনা স্তব্ধ আমার জীবনের গতি
আছি আমি নিয়ে তোমার হারানো স্মৃতি
দূর থেকে ভালোবাসো এ কেমন নীতি
ভালোবাসি বললে যদি হয়ে যায় ক্ষতি
তুমি হিনা স্তব্ধ আমার জীবনের গতি
আছি আমি নিয়ে তোমার হারানো স্মৃতি
দূর থেকে ভালোবাসো এ কেমন নীতি
এখনো কি বসে তুমি আমার অপেক্ষায়
তোমারো কি দিনগুলি এভাবেই কেটে যায়।।
ভেজা দুটি চোখের পাতা খুঁজে ফেরে সারাক্ষণ
নেই তুমি সাথে আমার লাগে যেন কেমন?
আছো তুমি অনেক দূরে, ফিরবে কখন?
ভালোবেসে আমায় জানি করবে আপন।
এখনো কি বসে তুমি আমার অপেক্ষায়
তোমারো কি দিনগুলি এভাবেই কেটে যায়।।
Random Song Lyrics :
- dimension (radio edit) - oswald lyrics
- villain - st.sinner lyrics
- immaterial (sophie cover) - meemu lyrics
- dontstopme! (dryden remix) - isoxo lyrics
- upps - dennis dies das, ghetto b & barré lyrics
- ode to darkness (the lighthouse song) - lau noah lyrics
- trippin' on a fantasy - basic element lyrics
- stop in the name of love - c:real (greek band) lyrics
- again - baby6lock lyrics
- stupider - casino lyrics