lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shokal - one beyond tomorrow (obt) lyrics

Loading...

আকাশটা আজ রঙিন লাগে
মেঘগুলো হেসে যায়
দুপুর শেষে সন্ধ্যা এসে
তোমার ছবি এঁকে যায়

আকাশটা আজ রঙিন লাগে
মেঘগুলো হেসে যায়
দুপুর শেষে সন্ধ্যা এসে
তোমার ছবি এঁকে যায়

তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?

তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?

তোমার হাতের বাগানবিলাস
পাখির গানে বেজে ওঠে
সুরের টানে ডাকছো কি এ আমায়?

নিশীথ অন্ধকারে একা
যখন দেখি তোমার ছায়া
ভাবি আঁধার শেষে আলো হবে আবার
তোমার হাতের বাগানবিলাস
পাখির গানে বেজে ওঠে
সুরের টানে ডাকছো কি এ আমায়?

নিশীথ অন্ধকারে একা
যখন দেখি তোমার ছায়া
ভাবি আঁধার শেষে আলো হবে আবার

তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?

তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?

Random Song Lyrics :

Popular

Loading...