
tomake chara - oni hasan lyrics
[intro: mizan rahman]
যে আঙ্গুল ধরে হাটতে শিখেছি
যে শাসন আমাকে দিয়েছে মানুষের আসন
আমি ছিলাম চারাগাছ
তোমার আদরে আদরে
বেড়ে হয়েছে বৃক্ষের ডালপালা
ও মা তুমি থাকো আমারই নিশ্বাসে
সকল দীর্ঘশ্বাসে
মা তুমি বিশালতার নীল
আমি পাখি সে আকাশের
[guitar solo]
[verse 1: mizan rahman]
বাবা তুমি আমার শিক্ষা গুরু
তোমার মত হতে চেয়ে আমার জীবন হয়েছে শুরু
খুঁজে ফিরি সেই আঙ্গুল
তোমার back brush করা চুল
কে শুধরে দেবে আমায়
জীবনের প্রতিটি, প্রতিটি ভুল
[chorus: mizan rahman]
তুমি বিশালতার নীল
আমি পাখি সেই আকাশে
তাই আমি শিখে গেছি
কীভাবে বাঁচতে হয় প্রবল ঝড়ে
কেন শেখাওনি আমাকে
তোমাকে ছাড়া টিকবো কী করে?
[verse 2: mizan rahman]
তুমি মোমবাতির আলোর মায়া
পিঠে তাপ নেয়া বৃক্ষের ছায়া
কখনো নিভে গেলে
সে আলো সরে গেলে ছায়া
তাই শিখেছি বাঁচতে হয় কীভাবে প্রবল ঝড়ে
কেন শেখাওনি আমাকে তোমাকে ছাড়া
আমি টিকবো কী করে নিয়ে এই মায়া?
বাঁচবো কী করে যদি সরে যায় সেই ছায়া?
[guitar solo]
[chorus: mizan rahman]
তাই আমি শিখে গেছি
কীভাবে বাঁচতে হয় প্রবল ঝড়ে
কেন শেখাওনি আমাকে
তোমাকে ছাড়া টিকবো কী করে?
তাই আমি শিখে গেছি
কীভাবে বাঁচতে হয় প্রবল ঝড়ে
কেন শেখাওনি আমাকে
তোমাকে ছাড়া টিকবো কী করে?
Random Song Lyrics :
- rauchende priester - kaisa lyrics
- lunar tulips - parliament owls lyrics
- those kind of words - krayzie bone lyrics
- insidious (ft. ill bill) - novatore lyrics
- loner - yasir (looneyy) lyrics
- gas giant - arcadea lyrics
- twice bleached - ammt lyrics
- gettin 2 it - teecee4800 lyrics
- hommage à jonathan - dj arafat lyrics
- slowly - lindsey daniel lyrics