
abahon - owned lyrics
Loading...
[verse]
হঠাৎ একই শিহরণে ভেজা
চোখের তারারা, নিভে না
হঠাৎ উড়ে এসে
জ্বালিয়ে দাও দ্বিধা
চোখে চোখ ছুঁয়িয়ে
[chorus]
শোনো এই ছোঁয়া ধ্বনি
শোনো অনুভবে
দেখো এই মায়া ছবি
দেখো অনুভবে
[instrumental break]
[verse 2]
ঘোলাটে এ চাঁদ
নাকি হ্যালোজেনের মায়া?
কেটে যায় আবার
কুয়াশার এ চাদর
এই বাক্সে আঁটা মন
ডানা মেলছে আবার
উড়ে যায় কোথাও
কোনো এক অজানায়
[instrumental break]
[chorus]
শোনো এই ছোঁয়া ধ্বনি
শোনো অনুভবে
দেখো এই মায়া ছবি
দেখো অনুভবে
[guitar solo]
Random Song Lyrics :
- wwyd - keshh lyrics
- onde o espírito de deus está - christine d'clario lyrics
- nebbia - rteks lyrics
- move* - king von lyrics
- there's no excuse - commissioned lyrics
- secret life - wisdom (hungary) lyrics
- those things - pile of love lyrics
- swinging under the stars - arctica the fox lyrics
- la vida es asi - dario quezada lyrics
- ombre - 1pliké140 lyrics