
siren - owned lyrics
Loading...
[verse 1]
চোখে তার আঁধো আলো ছায়া মাখানো
মায়া জাল ভেসে ঢেউয়ে তার
সুবাসে মাতোয়ারা সদাই
তারই সুরে আমি ডুবে যাই গভীরে!
[chorus]
এই কামনা মিথ্যে সব
দেখেছি বৃথাই তলিয়ে যেতে
তবুও ডুবে যাই
গহনে আবার সুবাসে ভাসে
[guitar solo]
[verse 2]
আর এভাবেই
চেনা সকালে উঠে তীরে একা
একই অভাবে
ভাঙা জাহাজে বসে siren দেখা
[chorus]
এই কামনা মিথ্যে সব
দেখেছি বৃথাই তলিয়ে যেতে
তবুও ডুবে যাই
গহনে আবার সুবাসে ভাসে
[instrumental break]
এই কামনা মিথ্যে সব
দেখেছি বৃথাই তলিয়ে যেতে
তবুও ডুবে যাই
গহনে আবার সুবাসে ভাসে
Random Song Lyrics :
- preclusion - retracide lyrics
- take it away - plastic fiction lyrics
- mistakes - glass waves lyrics
- edmund, a butler's tale - sacrificial lyrics
- survival (wide skies above) - unwoman lyrics
- dethroned - and hell followed with lyrics
- the ebola song - kevin lynch (nj) lyrics
- me myself & i - sarah cothran lyrics
- andito lang ako - wilbert ross lyrics
- nothing at all - bl music lyrics