mor bina othe kon sure - panchali dhar lyrics
Loading...
 
 
		মোর বীণা ওঠে কোন্ সুরে
বাজি
কোন্ নব চঞ্চল ছন্দে।
মম অন্তর কম্পিত আজি
নিখিলের হৃদয়স্পন্দে॥
মোর বীনা ওঠে কোন সুরে বাজি
আসে কোন্ তরুণ অশান্ত,
উড়ে বসনাঞ্চলপ্রান্ত,
আলোকের নৃত্যে বনান্তে
মুখরিত অধীর আনন্দে।
মোর বীনা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে।
মোর বীণা ওঠে কোন সুর বাজি।
অম্বরপ্রাঙ্গন মাঝে নিঃস্বর
মঞ্জীর গুঞ্জে।
অশ্রুত সেই তালে বাজে করতালি
পল্লবপুঞ্জে।
কার পদপরশন-আশা তৃণে তৃণে
অর্পিল ভাষা,
সমীরণ বন্ধনহারা উন্মন কোন্
বনগন্ধে॥
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন্ নব চঞ্চল ছন্দে।
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
মম অন্তর কম্পিত আজি নিখিলের
হৃদয়স্পন্দে॥
মোর বীণা ওঠে কোন সুরে বাজি।
Random Song Lyrics :
- c dla merde - dudu.wav lyrics
 - lange nicht - maerzfeld lyrics
 - trygghetsavtale - jomas lyrics
 - revivre un peu - kohndo lyrics
 - svindler - mat fremmed lyrics
 - candy flip - 2020 (label) lyrics
 - n.l.s. (nach le soniye) - raf-saperra lyrics
 - dance on a volcano (live at knebworth 78) - genesis lyrics
 - caged birds sing - saint levant lyrics
 - n****r fucker - david allan coe lyrics