
esheche raat - papon & shreya ghoshal lyrics
এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশেই থাক খেয়ালি খাম
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম
এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশেই থাক খেয়ালি খাম
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম
সে আদরের অন্য নাম
চেনা ঠোঁটের তিল বোতাম
ছুঁয়েছে যে মেঘেরা নেই আমার শহরে
এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশেই থাক খেয়ালি খাম
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম
তোকে হঠাৎ হয়তো আজ
রাত দুপুরে ডাকছে দূরে দীপ
ইচ্ছে জ্বালে তার কপালে টিপ
সে যেন জানে সব
কথাদের মানে সব
সুখ ভেজা পালক
কেউ তো নেই, বৃষ্টি হোক
জানলা দিয়ে রাখছি চোখ
পাড়া নিঝুম, উড়েছে ঘুম রাতের চাদরে
এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশেই থাক খেয়ালি খাম
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম
এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশেই থাক খেয়ালি খাম
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম
তোকে হঠাৎ হয়তো আজ
Random Song Lyrics :
- ile procent duszy? - dezerter lyrics
- 777 - oopsy lyrics
- 100 gecs - mike & tony seltzer lyrics
- lost kids interlude - odda (fra) lyrics
- fresher - lorider22 lyrics
- make it - synnie lyrics
- dont trip - squillo lyrics
- pariseo - neobird lyrics
- the baddest - selphius lyrics
- ben 10 - diamondsonmydick lyrics