aamar moner koner baire - paromita chagtterjee lyrics
Loading...
 
 
		আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি ॥
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
তখনো কুহেলীজালে,
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
এখনো বনের গান, বন্ধু হয় নি তো অবসান—
তবু এখনি যাবে কি চলি ।
এখনো বনের গান, বন্ধু হয় নি তো অবসান—
তবু এখনি যাবে কি চলি
ও মোর করুণ বল্লিকা,
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি ॥
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
Random Song Lyrics :
- the way we die - pyrex pirates lyrics
 - still here - michael luis lyrics
 - wise man and the foolish man - cedarmont kids lyrics
 - begin again - purity ring lyrics
 - live - lou reed lyrics
 - 미움 (vocal 손주희) - 에피톤 프로젝트 lyrics
 - murcielago - sch lyrics
 - wiederbelebt - gzuz & bonez mc lyrics
 - deathwish - architects lyrics
 - the scared - $uicideboy$ lyrics