
kichudin mone mone - parvathy baul lyrics
Loading...
[verse]
ইশারায় কইবি কথা গোঠে*মাঠে
রাই রাই লো
ইশারায় কইবি কথা গোঠে*মাঠে
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে, কেউ না শোনে
[chorus]
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে
মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে
[verse 2]
ও রাই ধ্বনি, রাই ধ্বনি
শ্যামকে যখন পড়বে মনে
চাইবি কালো মেঘের পানে
শ্যামকে যখন পড়বে মনে
আরে চাইবি কালো মেঘের পানে
আর রান্নাশালে কাঁদবি বসে
ভিজে কাঠ দিয়ে উনুনে
[chorus]
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে
মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে
Random Song Lyrics :
- superaçao - dialetorap lyrics
- täglich grüßt das faultier - djin lyrics
- clair de lune - clair de lune lyrics
- blue lights pt. 2 - deadman cyph lyrics
- gönül ister - duman lyrics
- hand over fist - armand hammer lyrics
- you cant flex on me - swervex8ø8 lyrics
- lord of time - ysaraal lyrics
- la comunidad - cala vento lyrics
- helbreder - impuls lyrics