
naam chara gaan - poraho lyrics
Loading...
[verse 1]
চেয়ে দেখো আমায় পাবে তুমি
কল্পনাতে বিভোর একা আমি
কখনো কি ভেবে দেখেছো কি
বলছি আজ তোমায়
[chorus]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
[verse 2]
ভুলেছো, মুছেছো আমার যতো স্মৃতি
বুঝোনি কখনো আমার অনুভূতি
চাইলেও আবার না পেতে পারো
যাবো বহুদূরে
তবু এই মন বলতে চায়
[chorus]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
[bridge]
guitar solo
[chorus]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
[outro]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
Random Song Lyrics :
- skeletons - like roses lyrics
- ringmaster's law - circus and games lyrics
- made in brazil - lorenzo fortes lyrics
- the devil - raspy lyrics
- initials lv - divino niño lyrics
- allah ya sidi - الله يا سيدي - medhat saleh - مدحت صالح lyrics
- 13.12.1981 - oryginalna obsada "1989" lyrics
- girl of the endless night - the waeve lyrics
- me caes mal - geniokil@ lyrics
- aventura - pajama party lyrics