
a kemon valobasha - porshi lyrics
হাজার ভীড়েও আমি যে একা,
ভরে যায় বুক পেলে তোমার দেখা.
কত রং এ জাগি যে শত শিহরণ,
অনূভবে আছো যে তুমি অনুক্ষণ.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
যত আমি দেখি তোমায়, তত আরো দেখার ইচ্ছে হয়.
যত আমি ভাবি তোমায়, ভাবনারা উড়াল দেয়…
যত আমি দেখি তোমায়, তত আরো দেখার ইচ্ছে হয়.
যত আমি ভাবি তোমায়, ভাবনারা উড়াল দেয়…
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
কত কথা বল তুমি, চেয়ে থাকি মুগ্ধতায়,
নিরব থেকেও আমি, কথা বলি যে চোখেরই ভাষায়.
কত কথা বল তুমি, চেয়ে থাকি মুগ্ধতায়,
নিরব থেকেও আমি, কথা বলি যে চোখেরই ভাষায়.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
হাজার ভীড়েও আমি যে একা,
ভরে যায় বুক পেলে তোমার দেখা.
কত রং এ জাগি যে শত শিহরণ,
অনূভবে আছো যে তুমি অনুক্ষণ.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
শেষ
Random Song Lyrics :
- umwege - lukas droese lyrics
- sempre més - nel·lo c lyrics
- gotham ii - sammy the bull lyrics
- nobody safe - bloody jay lyrics
- dying ain't much of a living - tacet lyrics
- between heartbeats - even eye lyrics
- ダダダダ天使 (dadadada tenshi) - nanawo akari lyrics
- soli al mondo - random lyrics
- keep this up - sami sumner lyrics
- gosenfu no sanctuary - inori minase lyrics