
jibon maane - porshi lyrics
Loading...
জীবন মানে বেঁচে থাকার একটা মানে বুঝি
যখন ভীষণ একলা লাগে তোমায় পাশে খুঁজি
তোমায় একটা নদী ভেবে ডুবে যেতে পারি
যখন ভীষণ একলা লাগে তোমায় পাশে খুঁজি
জীবন মানে বেঁচে থাকার একটা মানে বুঝি
যখন ভীষণ একলা লাগে তোমায় পাশে খুঁজি
অনেক মানুষ জীবন নিয়ে অনেক কিছু ভাবে
আমি ভাবি- তুমি ছাড়া দিন কি ভালো যাবে?
তোমায় একটা দুপুর ভেবে বিকেল হতে পারি
এটাই জীবন, জীবন মানেই একটু বাড়াবাড়ি
তোমায় নিয়ে মেঘ ছাড়াই আজ বৃষ্টি হতে পারি
এটাই জীবন, জীবন মানেই একটু বাড়াবাড়ি
জীবন মানে দৌড়ে যাওয়া পথের শেষে বাড়ি
সেই বাড়িটার জানলা খোলা, আকাশ ছুঁতে পারি
জীবন মানে বেঁচে থাকার একটা মানে বুঝি
যখন ভীষণ একলা লাগে তোমায় পাশে খুঁজি
Random Song Lyrics :
- amor impedido - junior savini lyrics
- www - schafter lyrics
- opening act - stay tuned (rap group) lyrics
- pornstar/rockstar - prompto lyrics
- goodbye adios carino - allessa (deu) lyrics
- dono - marcello benny lyrics
- power of god - ea franklyn lyrics
- rockstar - alexsostv lyrics
- tunnels - filthy liars lyrics
- the locket - maggie reilly lyrics