
nishsho - porshi lyrics
Loading...
নি: স্ব কেনো লাগে?
বুঝিনিতো তোমাকে পাবার আগে
স্বপ্ন কেনো জাগে?
ভাবিনিতো তোমাকে চেনার আগে
স্বপ্ন চড়ালে, প্রাণই জড়ালে, গভীর অনুরাগে
স্বপ্ন চড়ালে, প্রাণই জড়ালে, গভীর অনুরাগে
নি: স্ব কেনো লাগে?
ও… স্বপ্ন কেনো জাগে?
সাদা হৃদয়ে তুমি চড়িয়েছো রঙ
ও… সেই রঙে সুখ আর দু: খের আড়াল
সাদা হৃদয়ে তুমি চড়িয়েছো রঙ
ও… সেই রঙে সুখ আর দু: খের আড়াল
জীবনতো ভাগ হয়েছে দু ভাগে
নি: স্ব কেনো লাগে?
ও… স্বপ্ন কেনো জাগে?
আলো আধারে ছুঁয়ে ছুঁয়ে বদলায় এ মন
কখনো গ্রীষ্ম চোখে, কখনো বা শ্রাবণ
ও… আলো আধারে ছুঁয়ে ছুঁয়ে বদলায় এ মন
কখনো গ্রীষ্ম চোখে, কখনো বা শ্রাবণ
জীবনতো ভাগ হয়েছে দু ভাগে
নি: স্ব কেনো লাগে?
ও… স্বপ্ন কেনো জাগে?
Random Song Lyrics :
- ворон (crow) - andromeda (ru) lyrics
- wassup - young león & charcuterie lyrics
- sun - arr_eeh lyrics
- waar zijn die schoenen dan - feestteam lyrics
- crash land (live at o2 academy glasgow) - twin atlantic lyrics
- get us - base the great lyrics
- shine - gosh mello lyrics
- hear me roar - liv grace lyrics
- you can't take my life - clauneck sixxx lyrics
- oração - alendasz lyrics