
the graduation song - pragata naoha lyrics
Loading...
[verse]
আজ আমি ছন্দহীন, বর্ণহীন
এই মন আমি
পড়ে থাকা চিরকুট ভেবে নিয়ে গুটিয়ে রাখি
এই আমি এখন ফিরে তাকালে
পাবোনা তোদের ছায়া
এই মন শুধু ফিরে যায়
কোন এক স্মৃতির মায়ায়
[chorus]
এই মন ভরে গিয়েছে রং খেলে
tiffin এর টাকা মেরে cigarette কিনে
পড়ে গেলে মন সবুজ ঘাস
এখন পাঁকা উঠান
এই মন ঝরে গেলে পাবোনা ফিরে
সীমাহীন কল্পনা তোর মন থেকে
তুই কি এখনো উড়তে চাস?
চাইলে আমায় নিয়ে যা
দূর পথে হেঁটে
আমি ঠেকে আছি
[instrumental[
pre*chorus]
আমি এখন কানে কানে
শুধুই তোদের হাসি শুনি
কী করি, কী করি?
আমি মনে আঘাত পেলে
তোদের সবার আগে বলি
কী করি, কী করি?
[chorus]
এই মন
এখানে
এখানে
পড়ে আছে
এই মন
এখানে
এখানে
ফেলে গিয়েছি
এই মন
Random Song Lyrics :
- time to share - gemini lyrics
- above it all - kidd dreamer lyrics
- echt? - wilson lyrics
- hugs & kisses - professor green lyrics
- i'm the shit - thouxanbanfauni & unotheactivist lyrics
- ravens - beautiful bodies lyrics
- grown up - da'$hawn lyrics
- mama africa (new 2016) - sam okona lyrics
- życzą nam źle - darth venom lyrics
- how you want it - dwhb lyrics