
original - pratima barua (pande) lyrics
Loading...
দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি গো সাঁইজি কোন রঙে।
বাঁধিছেন ঘর মিছা,
মিছায় দন্ধ বাজে গোসাঁইজি কোন রঙে।
বাল্য না কাল গেলো হাসিতে খেলিতে
যৈবন কাল গেলো রঙ্গে
আর বৃদ্ধ না কাল গেলো ভাবিতে চিন্তিতে
গুরু ভজিবো কোন কালে, গোঁসাইজী … কোন রঙে।
ও দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি গোঁসাইজী … কোন রঙে।
হাড়েরও ঘরখানি, চামেরও ছাউনি
বন্ধে বন্ধে তার জোড়া
আর তাহারই তলে ময়ুর আর ময়ুরী
শূন্যে উড়ায় তারা গোসাঁইজি … কোন রঙে
(আরেক বইয়ে লেখা)
হাড়েরও ঘরখানি, চামেরও ছাউনি
বন্ধে বন্ধে জোড়া
সেই ঝড়েরও প্রহরী ময়ুর আর ময়ুরী
কবে দেয় যে গো উড়া গোসাঁইজি … কোন রঙ
Random Song Lyrics :
- nuova wave - seth rn lyrics
- de la 3 - kobe (ro) lyrics
- i love it (mario vs luigi remix) - conor maynard lyrics
- sintonia - markin lyrics
- when we - fly union lyrics
- konsumieren - dany jane lyrics
- o.m.g. (i'm all over it) - jenn champion lyrics
- nosferat (aspettando l'alba) - insania.11 lyrics
- chlini revolver - migo & buzz lyrics
- peso nas linhas - borges mc lyrics