
bhabtei paro - prayer hall lyrics
ভাবতেই পারো ক্লান্ত কোনো দুপুরে
ধুলো মেখে মেখে বেজে ওঠা নুপুরে
সুর মেলে ডানা আকাশের উপরে
যাও যদি সুদূর পানে
চেনা কোনো অন্যখানে
ভালোবাসার মেঘে ঘেরা
আসবে যে আমার মনে
আজ তোমার মেঘে মেঘে রংধনু
আজ তোমার মেঘে মেঘে রঙ
আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন
ভালোবাসা নিয়ে আসি আজ আমি
মেঘে মেঘে সারাক্ষণ
ভাবতেই পারো আলোর শেষে
সন্ধ্যা কেন মুচকি হেসে
সুদূরে যায় নিয়ে চলে
তোমার কথা আমায় বলে
ভাবতেই পারো আমরা দূরে
যেমন আছি বহুকাল ধরে
তবুও আজ মেঘের দেশে
শুধুই আমায় মনে পড়ে
আজ তোমার মেঘে মেঘে রংধনু
আজ তোমার মেঘে মেঘে রঙ
আজ তোমার মেঘে মেঘে রংধনু
আজ তোমার মেঘে মেঘে রঙ
আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন
ভালোবাসা নিয়ে আসি আজ আমি
মেঘে মেঘে সারাক্ষণ
আজ তোমার মেঘে মেঘে রংধনু
আজ তোমার মেঘে মেঘে রঙ
আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন
ভালোবাসা নিয়ে আসি আজ আমি
মেঘে মেঘে সারাক্ষণ
আজ তোমার মেঘে মেঘে রংধনু
আজ তোমার মেঘে মেঘে রংধনু
আজ তোমার মেঘে মেঘে রংধনু
আজ তোমার মেঘে মেঘে রংধনু
Random Song Lyrics :
- pon esto en la radio (si tienes huevos) - shotta lyrics
- thin air - natalie mccool lyrics
- model trains - cstvt lyrics
- "who remembers martin luther?" - wavesword mars lyrics
- black ice - tiny c style lyrics
- i've seen satan, he has dreadlocks - itsoktocry lyrics
- 48 takta filosofiq - still lyrics
- chu chu ua, chu chu ua - piñon fijo lyrics
- косяк (kosyak) - alphavite lyrics
- dance til the sun up - jimmy prime lyrics