
janmodin - prithibi lyrics
মনে পড়ে কি সেই রাত, তুমি দু-হাত বাড়িয়ে
ধরতে চেয়েছিলে হাত, সব কিছুই হারিয়ে…
ছিলোনা কিছু দেওয়ার তোমায়, কিছু শব্দ অগোছালো
দিনটা ছিলো বড় দামি, আমি চেয়েছিলাম বাসতে ভালো…
কিছু ফুল শুকিয়ে গেছে তোমার নিঃশ্বাসে
তবু রাত্রি বেশে, তুমি রঙিন…
আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন
আমি আছি জেগে সারা রাত…
আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন
আমি আছি জেগে সারা রাত…
চাইনা তোমায় আর ভাবতে, কেনও অসুখ ফিরে ফিরে
এইতো ছিলে কাল আর আজ নেই, কতো খুঁজবো মানুষের ভিড়ে…
খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত, অশান্ত তোমার বুকে
হাজার উপহারে তোলপাড়, তবু তুমি আছো কি সুখে…
কিছু রং মুছে গেছে, তোমার চোখের জলে
তবু রাত্রি বেশে তুমি রঙিন…
আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন
আমি আছি জেগে সারা রাত…
আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন
তুমি আছো জেগে সারা রাত…
আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন
আমি আছি জেগে সারা রাত…
আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন
তুমি আছো জেগে সারা রাত…
happy birthday to you
happy birthday to you…
happy birthday to you
happy birthday to you…
Random Song Lyrics :
- tough love - erin anne lyrics
- 45 atmo - dosseh lyrics
- astronaut - yxng squirtle lyrics
- time - fino lyrics
- i'll be like you the reason - young diamond lyrics
- seasons of love (radio edit) - cast of the motion picture 'rent' lyrics
- friendsuck - kennyjacta lyrics
- idk. - hzrd. lyrics
- животный мир - maxskills lyrics
- dart noldu? - gazapizm lyrics