
o amaar - prithibi lyrics
তুই রাতের আকাশের কোনও এক তারা
তোর চোখের কালোতে আমি দিশেহারা…
তুই রাতের আকাশের কোনও এক তারা
তোর চোখের কালোতে আমি দিশেহারা…
তোর হাসি, তোর কান্না, এ বুকে জমা রেখে
কোথায় হারিয়ে গেলি, আছিস কি তুই সুখে…
চল আবার তোকে ভালোবাসি
তোর ঠোঁটের কোনে একটু হাসি…
কতো দিন দেখিনি দুচোখ ভরে
বলনা তুই আমায় যা খুশি…
তবুও, তোকে আরও বেশি
পেতে চাই, হারাই, দুচোখ ভরে…
ও ও আমার, ও ও আমার
ও ও আমার, ও ও আমার…
ও ও আমার, ও ও আমার
ও ও আমার, ও ও আমার…
তুই না বলে এভাবে কোথায় চলে গেলি
তোর জন্য কবর, আর আমার চোরা গলি…
তোর হাসি ছিলো আমার জন্য, ছিলো অভিমান
আজ কোথাও নেই কিছু, শুধু আছে এই গান…
কতো পথ ছিলো হাঁটা বাঁকি
এভাবে কেনও দিলি ফাঁকি…
পেতে চাই, শুধু তোর উষ্ণতাই, ছুঁয়ে দে
বলনা তুই আমায় যা খুশি…
তবুও, তোর কাছে আরও বেশি
যেতে চাই, তবু হারাই, তোর ঠিকানা…
ও ও আমার, ও ও আমার
ও ও আমার, ও ও আমার…
ও আমার, ও আমার
ও আমার, ও ও আমার…
Random Song Lyrics :
- ultraviolet - eco virtual lyrics
- fxrgxtten memxries - synth byrdy lyrics
- ghetto - mikyy lyrics
- future love - lemar lyrics
- take my love - emelie hollow lyrics
- intro (nasze dni) - płomień 81 lyrics
- golden - lorana lyrics
- morning - awolk lyrics
- mama - woodi music lyrics
- crash - self driving cars lyrics