
bagan bilash - pritom hasan lyrics
[verse 1: pritom hasan]
মন খারাপের দিনগুলো তোমার
দাগ ফেলে আমার photograph*এ
তোমার বাসার লোহার gate*এ
লাল হওয়া বাগানবিলাস স্মরণে
নিজেকে লাগে না আর ভালো
রোজ লিখি চিঠি তোমার গানে
উত্তরের আশায় বসে
দিন থেকে রাত আসে পলকে
[chorus: pritom hasan, elita karim]
তোমার ঘরে (তোমার ঘরে)
কেউ থাকে কি? (কেউ থাকে কি?)
যাকে আজও (যাকে আজও)
দেখা বাকি (দেখা বাকি)
আমি চাঁদেরই আলো সেজে
চোর হয়ে তোমার ঘরে আসি, আসি
আমাকে দেখবে না তখনই
মন থেকে যদি না চাও তুমি
[verse 2: elita karim]
অভিমানী হলে কি ক্ষতি
প্রিয়দের ভুলে যাওয়াই যে ঠিক, যে ঠিক
বৃষ্টিতে ঝরা মুকুল
ফুল হয়ে কি ফোটে এদিক*সেদিক
শেষ রাতে জেগে ওঠা পাখি
ভুল বোঝায় বসন্ত যে এলো, এলো
আমার মনে লাগে না রং
একা লাগে এ ঘরে ভীষণ
[chorus: pritom hasan, elita karim]
তোমার ঘরে (তোমার ঘরে)
কেউ থাকে কি? (কেউ থাকে কি?)
যাকে আজও (যাকে আজও)
দেখা বাকি (দেখা বাকি)
আমি চাঁদেরই আলো সেজে
চোর হয়ে তোমার ঘরে আসি, আসি
আমাকে দেখবে না তখনই
মন থেকে যদি না চাও তুমি
মন থেকে যদি না চাও তুমি
মন থেকে যদি না চাও তুমি
মন থেকে যদি না চাও তুমি
Random Song Lyrics :
- ride or die (my girlfriend) - young rockstar lyrics
- i swear this isn't a suicide pact - lost honours lyrics
- burton board - foundry13 lyrics
- white balenciaga - skooly lyrics
- love will never do (without you) (shep's work it out mix) - janet jackson lyrics
- mochila (remix) - dalua lyrics
- runnin' wild - dirty penny lyrics
- the sleigh man - hat films lyrics
- i want to be you - sam phillips (singer) lyrics
- btu (better than u) - theboyj lyrics