
bhenge poro na evabe - pritom hasan lyrics
Loading...
যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে
আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে
তোমার ঘরের পুতুলগুলো তখন
চুপ*অভিমানে ঘরে ফিরে যায় ভাঙ্গা মনে
তাইতো রাত আমায় বলে
তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে
কেউ থাকে না চিরদিন সাথে
যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙ্গে যাবে
ভেঙ্গে পড়োনা এই রাতে
ও চাঁদ, বলো না সে লুকিয়ে আছে কোথায়?
সে কি খুব কাছের তারাটা তোমার?
সে কি করেছে অভিমান আবার?
হঠাৎ সে চলে গেছে, শূন্যতা যেন এ ঘরে
তাইতো রাত আমায় বলে
তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে
কেউ থাকে না চিরদিন সাথে
যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙ্গে যাবে
ভেঙ্গে পড়োনা রাতে
তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে
কেউ থাকে না চিরদিন সাথে
যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙ্গে যাবে
ভেঙ্গে পড়োনা এই রাতে
Random Song Lyrics :
- for real - roy ayers & wayne henderson lyrics
- tu sabes oq és (bacanal)? - katy da voz e as abusadas lyrics
- now u know (remix) - spek one lyrics
- sex machine (intro) - snak the ripper lyrics
- move your body - melocedric lyrics
- wtfiyo - o45 lyrics
- odds - karamel19 & omar101 lyrics
- gawd - champ ke star,billy roy,jay black lyrics
- smoke signals - micra lyrics
- pieces (of me) - lomens lyrics