
joy porajoy - pritom hasan lyrics
Loading...
[verse 1]
চুপ করে কি তুমি অবাক?
একা জেগে জেগে সারারাত
রেখেছো জমা অভিযোগ নিজের কাছে
ও দু’চোখ বলে দেয় সব আমায়
ভালো নেই, ভালো নেই মন তোমার
আমিহীন কে আপন বলো তোমার আছে
[pre*chorus]
নীরবে আগুন জ্বলে যায় হৃদয়ের মাঝে
আলোহীন এ রাত কেটে যায় তোমারই খেয়ালে
তোমারই খেয়ালে
[chorus]
জয়*পরাজয় তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
এ মন দিলাম তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
[instrumental break]
[verse 2]
হয় রাত যত গভীর আরো গভীরে ডুবি
পুরনো ভুলের স্মৃতিতে
আমাকে করে দিলে পর
পলকে হবে আপন ছলনার এ পৃথিবীতে
[pre*chorus]
নীরবে আগুন জ্বলে যায় হৃদয়ের মাঝে
আলোহীন এ রাত কেটে যায় তোমারই খেয়ালে
তোমারই খেয়ালে
[chorus]
জয়*পরাজয় তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
এ মন দিলাম তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
Random Song Lyrics :
- há um caminho - ozéias de paula lyrics
- hino de navegantes - hinos de cidades lyrics
- headbanger voice - gangrena gasosa lyrics
- meu deus é mais - carmen silva lyrics
- artimanhas do catiço - gangrena gasosa lyrics
- all these cats - lindi ortega lyrics
- outros caminhos - forfun lyrics
- de porto alegre a goiás - canhoto do brasil lyrics
- porquê - hakim lyrics
- görücez finalde - güven yüreyi lyrics