
shesh upohar - pritom hasan lyrics
[chorus]
নেই তো আর আমার কাছে জমা
তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে
সে তোমার দেয়া শেষ উপহার
যা নিয়ে প্রতিরাত নীরব দু’চোখ কাঁদে
[pre*chorus]
তোমার মতোন পুরনো ব্যথায় অন্যের হৃদয় ভাঙি
এতটা কি হৃদয়হীনা আমি?
অভিমানে অন্ধ সাগর দিতে গেলে পাড়ি
নিজের কিছু কি থাকে আর বাকি?
[chorus]
তাই নেই তো আর আমার কাছে জমা
তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে
সে তোমার দেয়া শেষ উপহার
যা নিয়ে প্রতিরাত নীরব দু’চোখ কাঁদে
[instrumental break]
[pre*chorus]
কে রাখে ঘৃণার হিসেব*নিকেশ
ভালোবাসার নামে সবই ছিল নিষেধ
কে দেখে প্রতি হাতের দাগে
অপমানের রেখায় তোমার*আমার বিবেক
ভুল ধরে চলে গেলে, ফিরেও দেখোনি
এতটা কি এলোমেলো আমি?
অভিমানে অন্ধ সাগর দিতে গেলে পাড়ি
নিজের কিছু কি থাকে আর বাকি?
[chorus]
তাই নেই তো আর আমার কাছে জমা
তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে
সে তোমার দেয়া শেষ উপহার
যা নিয়ে প্রতিরাত নীরব দু’চোখ কাঁদে
Random Song Lyrics :
- triple threat - lil cris lyrics
- vertreibung aus dem paradies - boots & braces lyrics
- love of mine - felly lyrics
- santa's party - nick & simon lyrics
- you fucked up when you slammed my motha - the click lyrics
- mollie - nibiru lyrics
- when i see you again - cilbra lyrics
- breathing - bobby eigenfeld lyrics
- prime - xtalik lyrics
- deride and conquer - imperial state electric lyrics