
shotti naki bhul - pritom hasan lyrics
Loading...
[pre-chorus]
তোমার কাছে আমার কিছু বলার আছে
কেন আমার মন পড়ে থাকে তোমার কাছে?
এক হাসিতে কেড়ে নিলে ঘুম
তুমি ছাড়া কিছু ভালো লাগে না যে
[chorus]
একি সত্যি নাকি ভুল
একি সত্যি নাকি ভুল
তুমি হবে কি হৃদয় নদীর কূল?
[verse 1]
ঐ যে আকাশ
আকাশ এর নীলে নীলে
পাহাড়ি মেঘে ঘর বানাবো
যাবে কি সাথে?
ঐ যে সাগর
সাগর এর ঢেউ-এ ঢেউ-এ
ভেসে যাবো
রবে কি তুমি পাশে?
[pre-chorus]
জানো, আমার আরেক আমি থাকে তোমার কাছে
কেন আমার মন পড়ে থাকে তোমার কাছে?
এক হাসিতে কেড়ে নিলে ঘুম
তুমি ছাড়া কিছু ভালো লাগে না যে
[chorus]
একি সত্যি নাকি ভুল
একি সত্যি নাকি ভুল
তুমি হবে কি হৃদয় নদীর কূল?
একি সত্যি নাকি ভুল
একি সত্যি নাকি ভুল
তুমি হবে কি হৃদয় নদীর কূল?
Random Song Lyrics :
- think of you - bleached lyrics
- southern sea (beautiful world) - belako lyrics
- девочку несёт (devochku nesot) - grivina lyrics
- hit geet - nischal basnet lyrics
- snow flower - ananda shankar lyrics
- erystyka - dianka lyrics
- the verbal - kb the villain lyrics
- aghartha - sunn 0))) lyrics
- la det svinge - bobbysocks lyrics
- easier - gardiner sisters lyrics