tumi full ami ful shaka - priyanka gop & mamun jahid lyrics
Loading...
তুমি আমার সকাল বেলার সুর
তুমি আমার সকাল বেলার সুর
হিদয় অলস উদাস করা অস্রুভরা পুর
সকাল বেলার সুর…
তুমি আমার সকাল বেলার সুর
ভোরের তারার মত তোমার সজল চাওয়া
ভলবাসার চেয়ে সে যে কান্না পাওয়ায়
রাত্রি শেষের চাঁদ তুমি গো বিদায় বিধুর
তুমি আমার সকাল বেলার সুর
তুমি আমার সকাল বেলার সুর
তুমি আমার ভোরের ঝরা ফুল
শিশির নাওয়া শুভ্রসুচী
পূজারীনীর তুল
তুমি আমার ভোরের ঝরা ফুল
অরুন তুমি তরুন তুমি
করুন তার ও চেয়ে
হাসির দেশে তুমি যেন বিষাদ
লোকের মেয়ে
তুমি ইন্দ্র সভার মৌন বীণা
নিরব ও নুপুর
তুমি আমার সকাল বেলার সুর
হিদয় অলস উদাস করা অস্রুভরা পুর
সকাল বেলার সুর…
তুমি আমার সকাল বেলার সুর।
Random Song Lyrics :
- zor iş (karakelam mix) - kolera lyrics
- jet$etter - icy amane lyrics
- smack - st - from zero lyrics
- a mãe tá on - deize tigrona lyrics
- siza mudjer trabadjadera - ferro gaita lyrics
- o retorno do boom bap - haikaiss & nicz lyrics
- sihnotites - big sokin lyrics
- runaway - ini lyrics
- ветер перемен (wind of changes) - могбы (mogbi) lyrics
- unimaginable - belau lyrics