lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

tumi full ami ful shaka - priyanka gop & mamun jahid lyrics

Loading...

তুমি আমার সকাল বেলার সুর
তুমি আমার সকাল বেলার সুর
হিদয় অলস উদাস করা অস্রুভরা পুর
সকাল বেলার সুর…
তুমি আমার সকাল বেলার সুর
ভোরের তারার মত তোমার সজল চাওয়া
ভলবাসার চেয়ে সে যে কান্না পাওয়ায়
রাত্রি শেষের চাঁদ তুমি গো বিদায় বিধুর
তুমি আমার সকাল বেলার সুর
তুমি আমার সকাল বেলার সুর
তুমি আমার ভোরের ঝরা ফুল
শিশির নাওয়া শুভ্রসুচী
পূজারীনীর তুল
তুমি আমার ভোরের ঝরা ফুল
অরুন তুমি তরুন তুমি
করুন তার ও চেয়ে
হাসির দেশে তুমি যেন বিষাদ
লোকের মেয়ে
তুমি ইন্দ্র সভার মৌন বীণা
নিরব ও নুপুর
তুমি আমার সকাল বেলার সুর
হিদয় অলস উদাস করা অস্রুভরা পুর
সকাল বেলার সুর…
তুমি আমার সকাল বেলার সুর।

Random Song Lyrics :

Popular

Loading...