
utthankothon - prokash singha lyrics
Loading...
জানি আজও ভুলতে পারিনি
আমি তোমায়
মাঝরাতে আজও কাতরাই
হৃদয় ভাঙার ব্যাথায়
তবু দিচ্ছি কথা
ভুলে যাবো
একদিন আমি তোমায়
ভেঙে যাবো না
আমি তো আর
সময় হয়েছে
আকাশ ছোঁয়ার
দেখে উত্থান এবার আমার
সাধ্য হবে না ছুঁয়েও দেখার
হ্যাঁ ভালোবেসেছিলাম তাই
বারংবার ভেঙে গেছি
আঘাত পেয়েও তোমার কাছে
ভালোবাসাই চেয়ে গেছি
তবু মুছে দেবো
হৃদয় থেকে
একদিন আমি তোমায়
ভেঙে যাবো না
আমি তো আর
সময় হয়েছে
আকাশ ছোঁয়ার
দেখে উত্থান এবার আমার
সাধ্য হবে না ছুঁয়েও দেখার
সময় তো একদিন আসে সবার
ভেঙে দেবো ভুল ধারণা তোমার
সময় হয়েছে ঘুরে দাঁড়াবার
কথা দিচ্ছি প্রমাণ করবো এবার
Random Song Lyrics :
- inspire - skibaby lyrics
- show - gonjasufi lyrics
- que dios me perdone - flavio rodriguez & svarez lyrics
- gone - eleena lyrics
- fallin for u - sophia bromberg lyrics
- place to fish - vwillz lyrics
- game over - madison love lyrics
- do you really love me - eric dale lyrics
- jus because - adrenaln lyrics
- infrieden - retrogott & hulk hodn lyrics