
parbey na - promise.1649c lyrics
[chorus]
তোমার শরীরের প্রতি শিরাতে রক্ত সমুদ্রে ভেসে চলেছি
আমায় তুমি ভেবেছিলে মায়াজাল সংযোগকে কেন করবে বন্দি
তুমি পারোনি, পারবে না
আমি দেখিনি কোনো সম্ভাবনা
আমাদের কোনো আনাগোনা
নেই তো কাল সে কোনো আনাগোনা
ahh*ahh, ahh*ahh
ahh*ahh, ahh*ahh (oh*oh)
[verse]
সময় এখন bad bad bad
কারন promise sad sad sad
চারিদিকে rat rat rat
ভালোবাসা bad bad bad (ooh)
অকারনে করা ব্যাকারন
জ্বেলে আমি নিয়ে সাধারণ
আমার দৃষ্টি জুড়ে সাতটি রং
আমার system এ একটা adderall
কারন baby
একটা call একটা call একটা call
wrong এটা wrong এটা wrong
off এটা off এটা off
wrong এটা wrong এটা wrong
কারন অকারণে আমি দাঁড়িয়ে
পৃথিবী ছেড়ে কত স্মৃতি পেছনে ফেলে
আমার দৃষ্টি হচ্ছে হালকা ফিকে
আমার জীভ টা যাবে তার নাভিতে
*rg*sm আর খুশির কান্না b*tch free তে
যখন যাবো আমি দেখবো না deep end
যখন যাবো আমি দেখবো না free way
যেটা হবে bad, bad, bad, bad, bad
যেটা হবে bad, bad, bad, bad, bad
[chorus]
তোমার শরীরের প্রতি শিরাতে রক্ত সমুদ্রে ভেসে চলেছি
আমায় তুমি ভেবেছিলে মায়াজাল সংযোগকে কেন করবে বন্দি
তুমি পারোনি, পারবে না
আমি দেখিনি কোনো সম্ভাবনা
আমাদের কোনো আনাগোনা
নেই তো কাল সে কোনো আনাগোনা
ahh*ahh, ahh*ahh
ahh*ahh, ahh*ahh (oh*oh)
Random Song Lyrics :
- i tried - brother. (alternative) lyrics
- hydrogen reaper - mercenaries (rap group) lyrics
- la flamme (yang) - stratégie de paix lyrics
- scenes - mnea waee lyrics
- let it go - jakk fynn lyrics
- santitos - vivi pozzebón lyrics
- johnny cool - peggy march lyrics
- здесь (here) - almost violence lyrics
- iceberg - leiva lyrics
- i&u (nightcore remix) - ryouta (りょうた) lyrics