
আত্মাস্নান / atmasnan - psychic emanation lyrics
Loading...
তোমার কিরণ দিয়ে
আমার আত্মা স্নান করো
তোমার চরণ দিয়ে
আমায় অসাড় করো
সাজাও আমায়
মিথ্যা দ্বারা
আড়াল করে
চুপ খেয়ে
তোমার কিরণ দিয়ে
আমার আত্মা স্নান করো
তোমার চরণ দিয়ে
আমায় অসাড় করো
মায়াবি মন
যেন আকুল করে
ভাসে সত্য তার বিজ্ঞতায়
গহীনে তার ধর্ম কাদে
ছায়ার কোলে দিও বিদায়
থাকবেনা কোন অস্তিত্ব
Random Song Lyrics :
- deep it - sonny dylan lyrics
- life of despair - rött & lonely night lyrics
- flohmarkt-freestyle - tunsi63 lyrics
- ultraviolet (obsession) - friday pilots club lyrics
- for your name is holy - david oke a.g.s lyrics
- lobos - la esfinge lyrics
- real with you - ivan b lyrics
- витамины (vitamins) - отойди поближе (otoidipoblizhe) lyrics
- april christmas - 2deet2 lyrics
- suck my attitude - warmen lyrics